দেখুন কিভাবে ফেসবুকে ডার্ক মোড চালু করবেন সম্পূর্ণ বিস্তারিত


আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
তো গত কয়েকদিন থেকে ফেসবুকে ঝড় চলতেছে ফেইসবুক ডার্ক মোড নিয়ে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে কিভাবে ফেসবুকে ডার্ক মোড অন করব।
তাই ভাবলাম এটা নিয়ে সম্পূর্ণ একটি পোস্ট করা দরকার। এই পোস্ট টি দেখেও ডার্ক মোডে ফেইসবুক ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির লিংক নিচে দেয়া হল
ডাউনলোড করার পর অ্যাপ টি ওপেন করুন। ওপেন করে কয়েকবার নেক্সট বাটনে ক্লিক করে দেখতে পাবেন create your forest lite app now লেখাতে ক্লিক করুন

তারপর ডান পাশের উপরের দিকে দেখতে পাবেন Create your own লেখা পাবেন সেখানে ক্লিক করুন
তারপর উপরে একটি সার্চ বক্স দেখতে পাবেন সেখানে ফেসবুকের লিংক মানে www.facebook.com লিখে এন্টার প্রেস করুন
তারপর আপনার ফেসবুক আইডিতে লগইন করুন
তারপর দেখবেন নিচের Create লেখা একটি পপ-আপ শো করছে। এখানে ক্লিক করুন
তারপর আপনাকে আপনার নতুন তৈরি করা অ্যাপ এর ভেতর নিয়ে যাওয়া হবে। সেখান থেকে উপরের ডান পাশের গিয়ার আইকন এ ক্লিক করুন
তারপর একটু নিচে গিয়ে দেখতে পাবেন নাইট মুড লেখা একটি অপশন। সেখানে ক্লিক করুন
তারপর দেখতে পাবেন COMPLIMENT SUCCESSFULLY
Restart Now তো Restart Now
 বাটনে ক্লিক করুন
তারপর আপনার কাঙ্খিত ডার্ক মুড চালু হবে এবং আপনি ডার্ক মুডে ফেইসবুক ব্যবহার করতে পারবেন
তখন বলতে পারেন এত কষ্ট করে প্রতিবার ডার্ক মোড অন করতে হবে?
উত্তরঃ না আপনার হোমস্ক্রীনে গেলে আপনি ফেইসবুক নামক একটি অ্যাপ দেখতে পাবেন এবং সেই অ্যাপ দিয়ে আপনি ডার্ক মুডে ফেইসবুক ব্যবহার করতে পারবেন, যেমন আমার স্ক্রিনে তৈরি হয়েছে দেখুন।
তো আশাকরি সবাই বুঝেছেন কিভাবে কি করতে হয়, তারপরও যদি কোন সমস্যা হয় তাহলে উপরে ভিডিওর লিংক তো দেওয়া আছে সেখান থেকে দেখে নিবেন।
আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ

No comments

Powered by Blogger.