ফ্রিতে এসএমএস পাঠান যেকোন সিমে তাও আবার আপনার নাম্বার না দেখিয়ে ।


আশাকরি সবাই ভালো আছেন
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
আজ আপনাদের সাথে কথা বলব কিভাবে অনলাইন থেকে ফ্রিতে এসএমএস পাঠাবেন তাও আবার আপনার নাম্বার না দেখিয়ে।
তো আর কথা না বাড়িয়ে চলুন মূল কথায় চলে যাওয়া যাক।
তো এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ এর লিংক নিচে দেওয়া হলো:-
click here to download
ডাউনলোড করে ইন্সটল করুণ, তার পর ওপেন করুণ। ওপেন করে Sign Up বাটনে ক্লিক করুণ।
Sign Up এ ক্লিক করলে আপনাকে নিচের স্ক্রিনশট এর মতো একটি ইন্টারফেস দেখানো হবে।
এখনে আপনার নাম, মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে I agree trams and conditions বক্স মার্ক করে আবার Sign Up বাটনে ক্লিক করুণ।
তার পর আপনার মোবাইল একটি OTP কোড পাঠানো হবে। সেই OTP কোডটি দিয়ে ভেরিফাই করুণ।
ভেরিফাই করে আপনার নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পাবেন।

তার পর চারটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Send SMS অপশনে ক্লিক করুণ। ক্লিক করলে নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পাবেন।
তো মেসেজ পাঠানোর জন্য উপরের স্ক্রিনশট এ দেখানো বক্সে যে নাম্বারে মেসেজ পাঠাতে চান সে নাম্বার তার পরের বক্সে আপনার নাম (যে নামে মেসেজ সেন্ড হবে) এবং Your Text লিখা বক্সে আপনার মেসেজ লিখে I agree trams & conditions বক্স মার্ক করে Send SMS এ ক্লিক করুণ।
Send SMS এ ক্লিক করলে আপনার মেসেজ চলে যাবে আপনার দেওয়া নাম্বারে।

প্রুফ

তো প্রতি মেসেজে আপনার ২৫ পয়েন্ট করে কেটে নেওয়া হবে। পয়েন্ট আর্ন করার জন্য আপনাকে নিচের স্ক্রিনশটের উপরের দিকে লক্ষ করলে দেখতে পাবেন Get More Points লিখা একটি অপশন আছে।
সেই অপশনটিতে ক্লিক করলে আপনি নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পাবেন।
তো কিভাবে আর্ন করবেন?

Points Earn এর নিয়ম

  • ১ . Rewarded Video এর পাশে 5+ দেখালে ওখানে ক্লিক করে ভিডিও দেখতে হবে । ভিডিও শেষ হলে কেটে দিলে ৫-২৫ পয়েন্ট পেয়ে যাবেন ।
  • ২ । স্পিন ঘুরালে পয়েন্ট পাবেন , ok বাটন আসলে ok তে ক্লিক করে ADS আসলে ৩ সেকেন্ড ওয়েট করে কেটে দিলে পয়েন্ট যোগ হবে । কোন ভিডিও আসলে ভিডিও শেষ হবার পর কাটবেন
  • ৩। প্রতিদিন ২৫-৫০ পয়েন্ট ফ্রী পাবেন
তো মেসেজ পাঠানোর আগে অবশ্যই এই অ্যাপ এর নিয়মকানুন পড়ে নিবেন। কারণ আপনি যে মাধ্যম ব্যবহার করে কাজ করবে সে মাধ্যমে সব নিয়ম আপনার জানা উচিৎ।
তো নিচে থেকে পড়ে নিবেন।

কি কি মেসেজ পাঠাতে পারবেন

আপনি BD GOSMS সার্ভিস পার্সোনাল ব্যবহার যেমন বান্ধবীকে ম্যাসেজ দিতে কিংবা যেকোনাে ধরনের ভালােবাসা সম্পর্কিত, বন্ধু কেম্যাসেজ, পড়ালেখা সম্পর্কিত, পরিবারের কাউকে ম্যাসেজ, ঈদের ম্যাসেজ, যেকোন উৎসব এর এসএমএস ইমারজেন্সি ম্যাসেজ ইত্যাদি দেবার কাজে ব্যবহার করতে পারবেন।

কি কি মেসেজ পাঠাতে পারবেন না

আপনি নিজে যে এসএমএস পাঠাবেন তার সম্পূর্ণ দ্বায়ভার আপনার হবে, যদি আপনি এসএমএস সার্ভিস খারাপ উদ্যেশ্যতে ব্যবহার করেন প্রয়োজনে আমরা আইনানুগব্যবস্থা গ্রহন করবাে।
সরকার বিরােধী, অ্যাডাল্ট, গলী, কিংবা হুমকি, প্রতারনা মূলক কাজে, দুনীতি, কোন Service এর বিজ্ঞাপন দেবার কাজে ব্যবহার করতে পারবেন না।
Domain, Hosting, Bulk SMS, Website Development, Software Development, money earning, ptc, ppc, সহ যে কোনাে ধরনের বিজ্ঞাপন দেখে/গেম খেলে টাকা উপার্জন করার কিংবা লটারী এর প্রচারনার এসএমএস পাঠানাে যাবে না।

No comments

Powered by Blogger.